প্রতিবন্ধী ও দুঃস্থদের জন্য নিজের যাত্রা শুরু করেন নেইমার

বার্সেলোনা ছেড়ে পিএজিতে নেইমারের। এবার তাকে দেখা গেল অন্য ভূমিকায়।  সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে সামনে ৩৯ ফুট একটি চেয়ারের ওপর দেখা যায় নেইমারকে। সেখান থেকে বলে কিক দেন তিনি। কিন্তু কেন এমন করলেন তিনি?

ওই চেয়ারের ওপর দাঁড়িয়ে বলে কিক করার ঘটনার পেছনে নেইমারের উদ্দেশ্য ছিল মহৎ। এদিন তিনি ‘হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল’ এর অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল মূলত বিশ্বে ঝুঁকিপূর্ণ মানুষ, প্রতিবন্ধী ও প্রাকৃতিক বিপর্যয়ের শিকার, দুস্থ ও ভূমিহীনদের সাহায্য করার একটি সংস্থা। এমন কাজে যুক্ত হওয়ায় খুব আনন্দিত নেইমার। সংস্থাটির আয়োজনেই ওই ৩৯ ফুট চেয়ারের ওপর দাঁড়িয়ে প্রতিবন্ধী ও দুঃস্থদের জন্য নিজের যাত্রা শুরু করেন নেইমার।

সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

আশাকরি তাদের সঙ্গে সুসম্পর্ক এবং সহযোগিতার মাধ্যমে আমি মানুষের পাশে দাঁড়াতে পারব। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ নিজেদের অধিকার চায়। তাদের আত্মনির্ভরশীলতার জন্য কিছু করতে পারলে আমি অত্যন্ত খুশি হবো।