চূড়ান্ত রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি

চূড়ান্ত রয়েছে ২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের  খেলার সূচি । আগামী বছরের ১৩ জানুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। শেষ হবে ৩ ফেব্রুয়ারি। এবার তৃতীয়বারের মতো যুব বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর আগে ২০০২ ও ২০১০ সালে তারা যুব বিশ্বকাপের স্বাগতিক ছিল।

এই টুর্নামেন্টে গ্রুপ ‘সি’তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ড, নামিবিয়া ও কানাডার। চারটি গ্রুপে মোট ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

চারটি শহরে মোট সাতটি ভেন্যুতে ২২ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। ভেন্যুগুলো হলো হোয়াঙ্গারেই, তৌরাঙ্গা, ক্রাইস্টচার্চ ও কুইন্সটাউন। ‍উদ্বোধীন ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তৌরাঙ্গায়।

২০১৮ সালের  আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ

গ্রুপ ‘এ’: ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, কেনিয়া।

গ্রুপ ‘বি’: ভারত, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি।

গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, নামিবিয়া, কানাডা।

গ্রুপ ‘ডি’: শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, আয়ারল্যান্ড।