আবারও ইনজুরিতে সুয়ারেজ

রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলে ৫-১ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হওয়ার পর নতুন এক দুঃসংবাদ শুনল বার্সা সমর্থকরা। রিয়ালের বিপক্ষের ম্যাচে হাঁটুর চোটে পড়েছেন লুইস সুয়ারেজ। আগামী রোববার হয়তো তাকে ছাড়াই নতুন মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে ভালভার্দের শিষ্যরা।

সুপার কাপের ফাইনালে সুয়ারেজের এই ইনজুরির বিষয়টি বার্সেলোনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে আরো কিছু পরীক্ষার পরেই এ ব্যাপারে চূড়ান্তভাবে জানা যাবে। সানতিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে ইনজুরিতে পড়ার পরে ম্যাচের শেষের দিকে সুয়ারেজকে মাঠ থেকে উঠিয়ে নেন বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে। ইতোমধ্যেই নেইমারকে হারানো বার্সেলোনা এখন রোববার বেটিসের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে সুয়ারেজের ইনজুরি নিয়ে নতুন করে দু:শ্চিন্তায় পড়েছে। বাসস।

এদিকে সুয়ারেজ যে পুরো ফিট নন, তা রিয়ালের বিপক্ষে ম্যাচেই বোঝা গেছে। ম্যাচ শেষে বার্সা কোচ বলেছেন, ‘ওর হাঁটুতে আঘাত লেগেছে। চোটটা কত গুরুতর, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।