পাঁচ বছরে রিয়াল সংগ্রহ ৫টি লালকার্ড,বার্সা ০

ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় লড়াই এল-ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মাধ্যকার এই ম্যাচ বিশ্বের সবচেয়ে বেশি দর্শক দেখে বলে মনে করা হয়। স্পেনের এই দুই ক্লাবের মুখোমুখিতে পুরো বিশ্বের ফুটবলভক্তরা থাকেন উত্তেজিত।

সর্বশেষ স্প্যানিশ সুপার কাপে দুইবার মুখোমুখি হলো তারা। দুই লেগে ৩-১ ও ২-০ গোলে জিতে শিরোপা নিজেদের করে নিয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথম লেগের একটি ঘটনা রিয়ালের সমর্থকরা মেনে নিতে পারেনি। ‘ডাইভ’ দেয়ার অভিযোগে দলের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে লালকার্ড দেখান রেফারি।

এল-ক্লাসিকোর মহারণে ‘লালকার্ড’ আলাদা উত্তেজনা সৃষ্টি করে। আর এ ক্ষেত্রে সর্বশেষ কয়েক বছর শুধু রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাই লালকার্ড দেখছেন। বার্সেলোনার কোনো খেলোয়াড় দেখছেন না।

২০১৩ সালের ২রা মার্চের এ পর্যন্ত দল দু’টি বিভিন্ন পর্যায়ে ১১ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে রিয়াল মাদ্রিদকে পাঁচবার ১০ জনের দল নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তার মানে, তাদের খেলোয়াড়রা পাঁচবার লালকার্ড দেখেছেন। এরমধ্যে সর্বশেষ পাঁচ ম্যাচে এই ঘটনা ঘটেছে চারবার। অন্যদিকে এই সময়ের মধ্যে বার্সেলোনার কোনো খেলোয়াড় লালকার্ড দেখেননি।

এল-ক্লাসিকোয় বার্সেলোনার কোনো খেলোয়াড় সর্বশেষ লালকার্ড দেখেন ২০১৩ সালের ২রা মার্চ। সেবার ভালদেসকে লালকার্ড দেখান রেফারি পেরেজ লাসা। তবে সেটা ছিল ম্যাচের শেষ বাঁশির সঙ্গে। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সার্জিও রামোস বার্সেলোনার আদ্রিয়ানোকে ডি বক্সের মধ্যে ফেলে দিয়েছেন বলে অভিযোগ তোরেন ভালদেস। তিনি রেফারির কাছে পেনাল্টি চান। কিন্তু রেফারি দেননি। এতে রেফারির সঙ্গে খারাপ ব্যবহার করেন ভালদেস। এ কারণে ম্যাচের শেষ মুহূর্তে তাকে লালকার্ড দেখান রেফারি। ওই ম্যাচটি বার্সেলোনা ২-১ গোলে হারে। আর এল-ক্লাসিকোর খেলা চলাকালে বার্সেলোনার কোনো খেলোয়াড় সর্বশেষ লালকার্ড দেখেন ২০১২ সালের ২৯আগস্ট। আদ্রিয়ানো সেবার লালকার্ড দেখায় ১০ জনের দল নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

অন্যদিকে ২০১৩ সালের ২রা মার্চের পর রিয়ালের খেলোয়াড়রা দেখেছেন পাঁচ লালকার্ড। এরমধ্যে সার্জিও রামোস তিন এবং ইসকো ও ক্রিস্টিয়ানো রোনালদো একবার করে।