বান্দরবানে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বান্দরবানে পৃথক পৃথক ভাবে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বুধবার সকালে এসব প্রকল্পের উদ্ধোধন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ও পার্বত্য জেলা পরিষদ প্রায় ৪ কোটি টাকায় ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করেন।

পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ জানান, সদর উপজেলার নিউগুলশান এলাকায় গীতা পাঠশালা ভবন ও গীতা আশ্রম ভবন নির্মান এবং নোয়াপাড়ায় ৩টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা। এছাড়াও পার্বত্য জেলা পরিষদের অর্থয়ানে এক কোটি টাকা ব্যয়ে শহরের ক্যচিংঘাটা বীর বাহাদুর বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্রবাস নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ,পৌর আওয়ামীলীগে সভাপতি অমল কান্তি দাশ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে প্রকল্পগুলো উদ্ধোধন কালে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছে। পাহাড় সমতল সবখানেই চলছে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড। সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।উন্নয়নের ধারা অব্যাহত রাখছে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।তাই পাহাড়ের সর্বত্র উন্নয়ন হচ্ছে।

জনগনের প্রত্যাশা পুরণ করা সরকারের নৈতিক দায়িত্ব। অতীতে অন্যদল রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা পাহাড়ে কি করেছে তা জনগন ভাল করেই জানেন। তিনি বলেন,সরকার শান্তি চুক্তির মাধ্যমে উন্নয়নের ক্ষেত্র তৈরী করেছে বলেই চারিদিকে উন্নয়নের ছোঁয়া লেগেছে।পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যহত রাখার জন্য তিনি সরকারের হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি