ফরিদপুরে দুই সন্তানের জননী শিউলী আক্তারী বাচঁতে চায়

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কছিমউদ্দীন ব্যাপারী ডাঙ্গী গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী দুই সন্তানের জননী শিউলী আক্তারী (৩৭) বাচঁতে চাই। শিউলী আক্তারী র্দীঘদিন যাবৎ কিডনী রোগে ভুগছেন।

তিনি ঢাকা ন্যাশনাল ইনষ্টিটিউট অব কিডনী ডিজিস এন্ড ইউরোলজী হাসপাতালে ডাঃ খাঁন নজরুল ইসলামের অধীনে চিকিৎসাদিন।  ডাক্তার জানিয়েছেন, তাঁর দুটি কিডনী নষ্ট হয়েছে। এই কঠিন রোগের চিকিৎসার অনেক অর্থের প্রয়োজন। যা তাঁর গরীব স্বামীর পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের ভিত্তবানদের নিকট মানবিক আর্থিক সাহয্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

তাঁকে সাহায্যে পাঠানোর ঠিকানা- পিতা- কোরবান সেক, সঞ্চয়ী হিসাব নাম্বার ১২৩৭৭,সোনালী ব্যাংক ,টেপাখোলা শাখা,ফরিদপুর। বিকাশ নাম্বার-০১৭৯০২৪৫৯৩৩। যোগাযোগ মোবাইল নাম্বার-০১৭৫৩৭২৫৭৩৩।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি