নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের উপ-পরিদর্শকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা নামে পুলিশের এক উপ-পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের ডিএম একাডেমি মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নাগেশ্বরী থানার এস আই মাসুদ রানা ডিএম একাডেমি মসজিদ সংলগ্ন অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ অফিসের একাউনটেন্ট্ আকরাম হোসেনের ভাড়া বাসায় আইপিএসের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মাসুদ রানার বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বলে জানা গেছে। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। মাসুদ রানার অকাল মৃত্যুতে নাগেশ্বরী থানা প্রশাসনসহ এলাকায়।শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি