শেষ হলো ‘অপারেশন আগস্ট বাইট’ (ভিডিও সহ)

শেষ হয়েছে ‘অপারেশন আগস্ট বাইট’। কিন্তু সোয়াট সদস্যদের তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার ১৫ আগস্ট সকাল ১০ টার দিকে রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে ট্রলি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওলিও ভবনের চারতলার একাশং ধসে পড়েছে।

সকাল ১০ টার দিকে গুলি নিক্ষেপ এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে। থেমে থেমে চলেছে হামলা ও পাল্টা হামলা। থমথমে ছিল পরিবেশ। রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে সেসময় ২১ বয়সের এক জঙ্গি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়।। প্রায় ২০/২৫ রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়।

প্রথমে অভিযান চালানোর পর এক জঙ্গি আত্মঘাতী হওয়ার পর ধারণা করা হয় সেখানে আর কেউ ছিল না ঐ জঙ্গি একাই ছিল এবং প্রাথমিক ভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। কিন্তু পরমূহুর্তেই আরেকটি বোমা বিস্ফোরণ ঘটলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাবেন যে আরও জঙ্গি সেখানে উপস্থিত আছে। তাই তারা আবার অপারেশন চালায় এবং পরবর্তীতে দেখা যায় পরবর্তী বোমাটি টাইমার দেয়া ছিল বলে বিস্ফোরিত হয়।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের চালানো ‘অপারেশন আগস্ট বাইট’ বর্তমানে শেষ করেছে।