ফাইনালে ফেদেরাকে হারিয়ে জভেরভরের জয়

দ্বিতীয় রাউন্ডেই নাদাল বিদায় নেওয়াতে অনেকটা ধারণাই ছিল শিরোপা ফেদেরারের ঘরেই যাচ্ছে। তবে তা হল না। মন্ট্রিয়েলে ফাইনালে অপ্রত্যাশিতভাবে জার্মানির আলেকজান্ডার জভেরভের কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরে গেছেন কিছুদিন আগেই উইম্বলডনে নিজের অষ্টম শিরোপা জেতা এই সুইস কিংবদন্তি।

ম্যাচ জয়ের পর জার্মান এই তারকা বলেন, ‘শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি। ফেদেরার যদি ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডগুলো নিয়ে আক্রমণাত্মক হতেন, আমার জন্য দিনটি সহজ হতো না। তবে জয়ের পর দারুণ খুশি লাগছে।’দিকে ফেদেরারের কণ্ঠেও ছিল প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, ‘এটি জভেরভের এক অনন্য ও অসাধারণ অর্জন। আমি তার জন্য খুবই খুশি।’

১৬ ম্যাচ অপরাজিত থাকা ফেদেরার এই মৌসুমে তাঁর তৃতীয় হারের স্বাদ নিলেন। ম্যাচে জার্মান প্রতিপক্ষ ৬টি এইস মেরেছেন। প্রথম সার্ভের ৮০ শতাংশই নিজের করে নিয়েছেন। মাত্র ৬৮ মিনিটেই রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীকে ছিটকে দেন ফাইনাল থেকে।