ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট এইচপি দল

বাংলাদেশ ক্রিকেপ বোর্ডের (বিসিবি) হাই পারফরমেন্স দল (এইচপি) আগামী মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে। ৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করা করাবে দলটি । বিসিবি’র গেম ডেভলপমেন্ট কমিটি থেকে আজ এ তথ্য জানা গেছে।

অচেনা কন্ডিশনে অনুশীলন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শেখা, অভিজ্ঞতা অর্জন এবং শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার লক্ষ্যেই এ সফর।

ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে এইচপি দল। ১৩ আগস্ট শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কয়েকদিন পিছিয়েছে এ ওয়ানডে সিরিজ। আগামী ১৬, ১৭ ও ১৯ আগস্ট বিকেএসপিতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সিরিজ শেষে ঈদুল আযহার পরপরই ইংল্যান্ড যাত্রা করবেন লিটন দাস, এনামুল হক বিজয়রা।

এর আগে গত মাসে অস্ট্রেলিয়া সফর করেছিল এইচপি দল। সেখানে ডারউইনের নর্দান টেরিটরির বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ তে জিতেছিলেন লিটন-আবু হায়দার রনিরা। একমাত্র তিন দিনের ম্যাচেও জিতেছিল এইচপি।