স্বেচ্ছাসেবক দলের ৭ নেতাকর্মীকে আটক
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের আটক করা হয়। তবে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের দাবি, অন্তত ১০/১২ জন নেতাকে কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘বর্তমান সরকার যে জুলুমবাজ ও অবৈধ, ধর্মীয় অনুষ্ঠান থেকে নেতাকর্মীদের আটক করে আবারও প্রমাণ করলো। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের ট্যাক্সের টাকায় সুযোগ-সুবিধা বোধ করেন। আশা করি তারা সেই জনগণের সঙ্গে বৈরী আচরণ করবেন না।’
মতিঝিল বিভাগ পুলিশের এডিসি এসএম শিবনী নোমান এর কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , ‘বিনা অনুমতিতে রাস্তায় অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দল। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ তৈরি করায় স্বেচ্ছাসেবক দলের মো. ফিরোজ, শাকির হোসেন, মো. সুজন, আল মামুন, মো. নুরুল ইসলাম, তরিকুল ইসলাম ও মো. জাফর নামের ৭ জনকে আটক করা হয়েছে।