সাগর-রুনি হত্যা মামলায় আরও অপেক্ষা করতে হবেঃ আইনমন্ত্রী

সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এটা আপনারা কখনও মনে করবেন না যে, তদন্ত থেমে গেছে বা তদন্ত অন্যদিকে চালিত করার চেষ্টা হচ্ছে। সেটা হচ্ছে না। কোনো মামলা সহজ হয় আবার কোনো মামলা কঠিনও হয়। এটা হচ্ছে কঠিন মামলাগুলোর একটা’।রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এরকম অনেক মামলা হয় যেগুলোর তদন্তে একটু দীর্ঘ সময় লাগে। আমরা চাই এ মামলায় যারা আসামি তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। কিন্তু যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। করতেই হবে’। অনুষ্ঠানে সাংবাদিকরা সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ টানেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুনের ঘটনায় তখন একটা মামলাও হয়নি। যারা খুন করেছে, তারা নিজেরা স্বীকার করেছে। এরপরও তাদের অ্যাম্বাসেডর, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি করা হয়েছে। যাদের এই পদে যাওয়ার যোগ্যতা নেই, তাদের টি-বয় হিসেবে হলেও বিদেশ মিশনে পাঠানো হয়েছে’।

‘এরপর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর একটা মামলা হয়। সাগর-রুনিরতো সেই অবস্থায় নেই। একটা মামলা কিন্তু সঙ্গে সঙ্গে হয়েছে। ব্যাপারটা কঠিন। যেটা তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে শুনেছি। তারা তদন্ত করছেন’। মন্ত্রী বলেন, একটা সময় মনে করা হত, একাত্তরের অপরাধীদের কোনোদিন বিচার হবে না। এরকম অবস্থা থেকে বাংলাদেশের মাটিতে তাদের বিচার হয়েছে। বিচারের রায় কার্যকর হয়েছে। ‘আইনের শাসনের প্রতি আমাদের অঙ্গীকার থেকে আমি বলতে পারি, সাগর-রুনির মামলার তদন্ত শেষ হবে। অপরাধীদের বিচার হবে।’

আনিসুল হক বলেন, ‘আপনারা হয়ত বলবেন, ধৈর্য আর কতদিন ধরব। ঠিক কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত তদন্তকারীরা প্রতিবেদন জমা না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার-আপনার কিছু করার নেই। সেক্ষেত্রে আমি দ্রুত প্রতিবেদন জমা দিতে তাদের অনুরোধ করব।