ষোড়শ সংশোধনীর রায় রিভিউ করার দাবীতে ফরিদপুরে আইনজীবিদের বিক্ষোভ মিছিল
ষোড়শ সংশোধনীর রায়ের কিছু অংশ বাতিল ও রিভিউ করার দাবীতে ফরিদপুরে আওয়ামী আইনজীবিদের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের আয়োজনে জেলা আইনজীবি বারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবি বারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সামবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু মৃধা, পিপি এ্যাডভোকেট খন্দকার জাহিদ হোসেন জয়, এ্যাডভোকেট অনিমেষ রায়, এ্যাডভোকেট জাহিদ ব্যাপারী প্রমুখ।
বক্তরা সমাবেশ থেকে ষোড়শ সংশোধনীর রায়ে দেশের স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধ সমন্ধে যে কুটুক্তি করা হয়েছে তাহা বাতিলের দাবী জানান।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি