রোগীদের সেবা নিশ্চিতে ডাক্তারদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতির তাগিদ
বান্দরবানের সরকারি স্বাস্থ্যসেবার শীর্ষ প্রতিষ্ঠান সদর হাসপাতালের সেবারমান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি নিয়মিতভাবে কর্মস্থলে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, কেবল গতানুগতিক চাকুরী নয়-মানবসেবার মন-মানসিকতা নিয়েই চিকিৎসাবেসা প্রদান করতে হবে।
পার্বত্য প্রতিমন্ত্রী সদর হাসপাতালে কনসাল্টেনসহ নিয়োগপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তাদের রোষ্টার মাসিক কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার আহবান জানান। তিনি হাসপাতালের বিরাজমান স্থানীয় সমস্যাগুলো নিরসনে পর্যায়ক্রমে কার্যক্রম বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। পার্বত্য প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল আলম,সিভিল সার্জন ডা.অংশৈ প্রু মারমা,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ, সাংবাদিক এবং সমাজনেতারা উপস্থিত ছিলেন।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি