বিমানবাহী রণতরিতে ড্রোন অবতরণে তদন্ত কমিটি গঠন
ব্রিটেনের সর্ববৃহৎ বিমানবাহী রণতরি এইচএমএস কুইন এলিজাবেথে গোপনে ড্রোন অবতরণের ঘটনা প্রকাশ হওয়ার পর দেশটিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রণতরির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে ঘোষণা করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এইচএমএস কুইন এলিজাবেথ এখনো আনুষ্ঠানিক ভাবে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী ভুক্ত হয়নি। পরীক্ষামূলক সফর শেষে চলতি বছরের শেষ নাগাদ একে অর্ন্তভুক্ত করা হবে। সাগরে পরীক্ষামূলক সফরের অংশ হিসেবে গত মাসে স্কটল্যান্ডের ইনভারগোডোনে নোঙ্গর করেছিল রণতরি। ৩৯০ কোটি ডলার ব্যয়ে তৈরি রণতরিকে সে সময়ে দেখতে পান এক সৌখিন আলোকচিত্রী।
রণতরির ছবি তোলা জন্য চার পাখার খুদে ড্রোন পাঠান এবং আবহাওয়া বিরূপ হয়ে উঠলে ড্রোনকে এর ডেকে নামাতে বাধ্য হন। এ সময়ে রণতরিতে কেউ ছিলেন না। ড্রোনটি সবার অগোচরে অনায়াসে ওঠানামার কাজ সারতে পেরেছে। এ ভাবে বিস্ফোরকপূর্ণ ড্রোন ৭০ হাজার টনের রণতরিতে নামালে কি হতো সে প্রশ্ন তুলেন এ আলোকচিত্রী। রণতরির আশেপাশের পানিতে নৌকায় মোতায়েন সশস্ত্র পুলিশরা ড্রোনকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেও ডেকে কেউই ছিল না। একে ভুতুড়ে জাহাজের মতো মনে হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক আলোকচিত্রীর কাছে।
স্থানীয় পত্রিকায় তার তোলা ছবি প্রকাশ হয়েছে। এ ছাড়া ভিডিও ফুটেজ গ্রহণ করেছেন তিনি। স্বাভাবিক অবস্থায় রণতরিরএ সব ছবি বা ভিডিও ফুটেজ হয়ত কখনোই প্রকাশ পেতো না। এ ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বলেছে, তারা তদন্ত শুরু করেছে এবং রণতরির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।