সেন্সর বোর্ডের সদস্য হিসেবে এবার নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সাফল্যের মুকুটে তার যোগ হল নতুন পালক। শুক্রবার সন্ধ্যায় সেন্সর বোর্ডের নব নির্বাচিত বোর্ড সদস্যদের মধ্যে বিদ্যা বালানের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার বড়সড় বদল ঘটেছে ভারতের সেন্সর বোর্ডে। চেয়ারম্যানের পদ থেকে পহেলাজ নিহালনিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন গীতিকার ও চিত্রনাট্যকার প্রসূন জোশী। আরও নতুন খবর হলো সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন বিদ্যা বালান। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বিদ্যা বালান। নতুন দায়িত্ব পাওয়ার পর বিদ্যা সাংবাদিকদের বলেন, ‘‌সিবিএফসি-র সদস্য হতে পেরে খুব ভাল লাগছে। খুব খুশি আমি। আশা করছি সেন্সর বোর্ডের এক জন সদস্য হিসেবে যোগ্যতা অনুযায়ী নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারব। যাতে সিনেমার মাধ্যমে বর্তমান সমাজের বাস্তব রূপ, সংবেদনশীলতা এবং জটিলতা সঠিক ভাবে প্রতিফলিত হয়।’‌

এছাড়া বিদ্যার পাশাপাশি ‌বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, গৌতমী তড়িমল্লা, নরেন্দ্র কোহলি, নরেশ চন্দ্র লাল, নীল হার্বার্ট নোঙ্গকিনরি, বিবেক অগ্নিহোত্রী, ওয়ামান কেন্ড্রে, টিএস নাগভারানা, রমেশ পাতনাগে, বাণী ত্রিপতি টিকু, জীবিথা রাজশেখর এবং মিহির ভূটা।