গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আগামী ২৩শে আগস্ট ২০১৭ তারিখে একদিনে একযোগে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ৬ লাখ বৃক্ষরোপণ করার লক্ষ্যে উপজেলা জুড়ে বর্তমানে সাজসাজ রব বিরাজ করছে।

এই উৎসবকে ঘিরে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা। এটি সফল হলে বৃক্ষরোপণে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে উত্তরের অবিহেলিত জেলা কুড়িগ্রামের রাজারহাট উপজেলা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট উপজেলা গড়ার লক্ষ্যে দীর্ঘ ৪ মাস পূর্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ৭টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে অত্র উপজেলায় ৬ লাখ বৃক্ষরোপণ করার প্রকল্প গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে আগামী ২৩শে আগস্ট মাত্র ২ ঘণ্টায় গোটা উপজেলাজুড়ে একসঙ্গে ৬ লাখ বৃক্ষরোপণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, এটি রোপণ করার লক্ষ্যে ২০০টি কমিটি গঠন, ১ লাখ ২০ হাজার মানুষের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ জনপ্রতি ৫টি করে চারা রোপণ করার পাশাপাশি উপজেলার ৫০০টি রাস্তা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙিয়ে জোরে-শোরে প্রচারণার কাজ চলছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ২৩শে আগস্ট বৃক্ষরোপণ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ওষুধী গাছের ৬ লাখ চারা প্রস্তুত করা হয়েছে। তবে সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা করছি।

এটি সফল করতে অত্র উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রতিনিয়ত জনসচেতনতা করার লক্ষ্যে সভা, সেমিনার অব্যাহত রয়েছে। দিন যতই ঘনিয়ে আসছে প্রচারণার কাজ ততই জোরে-শোরে চলছে। সবমিলিয়ে বর্তমান রাজারহাট উপজেলার সর্বত্র বৃক্ষরোপণ উৎসবকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে।

মোঃ মনিরুজ্জামান । কুড়িগ্রাম প্রতিনিধি