শ্যামনগরে শিশু মৃত্যুর দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন
বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে নজরুল ইসলাম সরদারের শিশু পুত্র মাহিমের (৬মাস) মৃত্যুর সঠিক কারণ নিরুপণের জন্য মৃত্যুর দেড় মাস পরে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্যাহ সাদিদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিআইডির ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন ,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।উল্লেখ্য যে গত ২৭ জুন বিকাল ৫টার দিকে শিশু মাহিমের মৃতদেহ পুকুরে পাওয়া যায় এবং পানিতে ডুবে মারা গেছে এটা ভেবে পরিবারের পক্ষ থেকে লাশ দাফন করা হয়। কিন্ত কিছুদিন পর সৎ মা মমতাজ বেগম শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এ সন্দেহে শ্যামনগর থানায় হত্য মামলা দায়ের করেন। যার নং -১৫।
ঘটনার সাথে সংশি¬ষ্টতার অভিযোগে শ্যামনগর থানা পুলিশ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।
রনজিৎ বর্মন । শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি