শিশুকে বুকের দুধ খাওয়াতে ফিলিপিন্সে জড়ো হলেন ২ হাজার মা

শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য দুই হাজার মা জড়ো হয়েছিলেন ফিলিপিন্সের ম্যানিলায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার মায়েরা যেন তাদের শিশুদের ফর্মূলা দুধ না দিয়ে বুকের দুধ করান খাওয়ান এ লক্ষ্যে এ আয়োজন।

অনেক মা তার শিশুকে দুধ খাওয়াতে সমস্যায় ভোগেন, তখন তারা শিশুকে ফর্মূলা দুধ খাওয়ান। আর তারা বুকের দুধ খাওয়ানোর যে সুফল সেটাকেও খুব একটা পাত্তা দেন না। কারণ মিডিয়া ফর্মূলা দুধের বিষয়ে প্রচার-প্রচারণা চালায়। মায়ের বুকের দুধ শিশুদের জন্য খুব সুরক্ষায় সাহায্য করে। স্বাস্থ্য বিশেয়জ্ঞরা শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর ওপর খুব জোর দেন। অন্তত ছয় মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত।

শিশুকে বুকের দুধ খাওয়াতে ফিলিপিন্সে জড়ো হলেন ২ হাজার মা

২০১৩ সালে করা বৈশ্বিক এক গবেষণায় দেখা গেছে মাত্র ৩০ শতাংশ মা এই কাজটি করে থাকেন।

https://youtu.be/C58cFb3A8rc