দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে ৯ জুলাই বুধবার স্থানীয় লোকভবন মিলনায়তনে একটি আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
জন মুর্মুর সভাপতিত্বে ও নর্দান আদিবাসী ছাত্র ঐক্যজোট দিনাজপুর শাখার আয়োজনে আলোচনা সভার শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী নৃত্য ও গান পরিবেশন করা হয়।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]
ফখরুল হাসান পলাশ । দিনাজপুর প্রতিনিধি