কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক আজিজুল হককে শারীরিকভাবে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন করেছে কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিক আজিজুল হককে পেটানোসহ শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ ও ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফকে প্রত্যাহার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, স্থানীয় দৈনিক সকালের কাগজের সম্পাদক খন্দকার মাহফুজুর রহমান টিউটর, স্থানীয় দৈনিক কুড়িগ্রাম খবরের সহযোগী সম্পাদক বাবু অলক সরকার, সাপ্তাহিক কুড়িগ্রাম বার্তার সম্পাদক এবি সিদ্দিক, সাংবাদিক দুলাল বোস, ইমতে আহসান শিলু, বাদশা সৈকত, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

মোঃ মনিরুজ্জামান । কুড়িগ্রাম প্রতিনিধি