অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন আয়োজন
বলিউডের কালজয়ী অভিনেতা অমিতাভ বচ্চনের ৭৫ বছর পূর্ণ হবে অক্টোবরের ১১ তারিখে। আর এবারের জন্মদিনে থাকছে নানা আয়োজন যা জাঁকজমক ভাবে পালন করবে বিগ বি – এর ছেলেমেয়েরা।
গত চার বছর জন্মদিন একেবারে সাদামাটা ভাবেই উদ্যাপন করেছেন অমিতাভ। তবে এবার তাঁর জন্মদিন ছেলেমেয়েরা জাঁকজমক ভাবে উদ্যাপনের পরিকল্পনা করেছেন। হীরক জয়ন্তী বলে কথা। ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চন মিলে ‘বিগ বি’-এর জন্মদিনে এক বিশাল পার্টির আয়োজন করবেন। আয়োজন বড় বলে এক মাস আগে থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন তাঁরা।
জন্মদিনের আয়োজন হবে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে। সেখানে একটি তিনতলা স্টুডিও ভাড়া করে পার্টির আয়োজন করা হবে। থাকবে লাইভ পারফরম্যান্স ও নৈশভোজের ব্যবস্থাও। হাতে তৈরি কার্ডে আমন্ত্রিত অতিথিদের নাম লেখা থাকবে টেবিলের ওপর। নির্ধারিত আসনে অতিথিরা বসে নৈশভোজ সারবেন। এ ছাড়া থাকছে আরও অনেক চমক। তবে পরিবারের সদস্যরা সব পরিকল্পনা এখনই খোলাসা করতে নারাজ। ২০১২ সালে অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন বেশ আড়ম্বরপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়েছিল। গুঞ্জন শোনা যাচ্ছে, এবারের আয়োজন নাকি সেটিকেও ছাড়িয়ে যাবে।
প্রতিবারের মতো এবারও জন্মদিনের সকালে অমিতাভ বাড়ির বাইরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।