বিজিবি ১৭ কতৃক ভারতীয় ৬০ বোতল মদ সহ ১টি প্রাইভেট কার আটক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধীনে খানজিয়া বিওপি কতৃক রবিবার ভারতীয় শাড়ি,থান কাপড় ও ১টি প্রাইভেটকার ও শাখরা বিওপি কতৃক ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়েছে।
১৭ বিজিবি সুত্রে প্রকাশ চোরাচালান বিরোধি অভিযানে রবিবার খানজিয়া বিওপির কমান্ডার সুবেদার সিরাজুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার নলতা চেীরাস্তা মোড়ে চোরাচালান বিরোধি অভিযান পরিচালনা কালে প্রাইভেটকার নং-ঢাকা মেট্রো-ক ০৩৭৯৩৯ তল্লাসি করে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ১৩০পিস যার মূল্য ৪,৯৩,০০০/=টাকা,থান কাপড় ৪৬৭ মিটার মূল্য ৯৩,৪০০/=টাকা ও প্রাইভেটকার মূল্য ৭ লক্ষ টাকা এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা গ্রামের আব্দুর রহমান(২৫)কে আটক করতে সক্ষম হয়।
অপরদিকে রবিবার জেলার দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া পাকা রাস্তায় ১৭বিজিবির শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারিক খাঁনের নেতৃত্বে চোরাচালান বিরোধি অভিযান পরিচালনা কালে ৬০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৯০ হাজার টাকা। সব মিলিয়ে বিজিবি কতৃক আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৩ লক্ষ ৭৬ হাজার ৪ শত টাকা।
রনজিৎ বর্মন শ্যামনগর । সাতক্ষীরা প্রতিনিধি