সাপ্তাহিক লেনদেনে ব্যাংক খাত শীর্ষে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৮.৬০ শতাংশ ছিল এই খাতের। ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১৩.৬০ শতাংশ ছিলো এ খাতের দখলে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাত। ১০.৯০ শতাংশ দখলে ছিল এ খাতের।

লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলো হল- প্রকৌশল খাত ১০.১০ শতাংশ, ওষুধ খাত ৬.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাত ৫.৭০ শতাংশ, বিদ্যুৎ-জ্বালানী খাতের ৫.১০ শতাংশ, বিবিধ খাত ৩.২০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাত ২.৫০ শতাংশ, আইটি খাত ২.৪০ শতাংশ, সেবা খাত ২.৩০ শতাংশ, সিমেন্ট খাত ২.১০ শতাংশ, চামড়া খাত ১.৯০ শতাংশ, টেলিকম খাত ১.৪০ শতাংশ, সিরামিক খাত ১.১০ শতাংশ, ভ্রমণ ও পর্যটন খাত ও সাধারণ বিমা খাতে ০.৮০ শতাংশ করে, কাগজ ও মুদ্রণ খাত ০.৫০ শতাংশ, জীবন বিমা খাত ০.৪০ শতাংশ, এবং পাট খাত ০.২০ শতাংশ।