নেইমারের আগেও দলবদলে রেকর্ড করেছেন যারা

সম্প্রতি বার্সাকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। ট্রান্সফারের বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর (প্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা) বিনিময়ে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখালেন নেইমার। ক্লাবটির সঙ্গে ৫ বছরের চুক্তিতে নেইমারের বেতন পড়বে সপ্তাহে ৫ লাখ ২০ হাজার পাউন্ড। এছাড়াও চুক্তির অংশ হিসেবে পিএসজির মালিকানাধীন হোটেলগুলোর লভ্যাংশের একটা অংশও পাবেন নেইমার।

নেইমারের আগেও এরকম দলবদলে রেকর্ড করেছেন অনেকে। তাদের মধ্য থেকে ছয় জনকে নিয়ে আলোচনা করা হলো-

এমবাপ্পে: মোনাকো ছেড়ে রিয়ালে আসছেন  ফরাসি ফুটবলার এমবাপ্পে। ১৮ বছর বয়সী এই ফুটবলার ১৮০ মিলিয়ন ইউরোতে রিয়ালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭০০ কোটি টাকা। স্প্যানিশ পত্রিকা মার্কার দাবি এমবাপ্পে শিগগিরই ৬ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন।

ফরাসি পত্রিকা লা পার্সিয়েন মোনাকোর কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা পুরো বিষয়টিই অস্বীকার করেছে। তবে এমবাপ্পের রিয়ালে যাওয়া অনেকটাই নিশ্চিত।মার্কারের দাবি, এমবাপ্পেকে দলে নিতে মোনাকোর সঙ্গে ইতোমধ্যেই সমঝোতায় পৌঁছেছে রিয়াল।

 

পল পোগবা: ২০১৬ সালে ১০ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময় তিন বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন ফরাসি জাতীয় দলের তারকা মিডফিল্ডার পল পোগবা।

গ্যারেথ বেল: টোটেনহ্যামের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০১৩ সালে ১০ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে রিয়াল মাদ্রিদে সই করেন বেল।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো: ২০০৯ সালে তৎকালীন রেকর্ড ৯ কোটি ৪০ লক্ষ টাকায় ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে সান্তিয়াগো বার্নাবৌতে পাকাপাকি ভাবে পা রেখেছিলেন রোনাল্ডো।

 

গঞ্জালো হিগুয়েন: ২০১৩ সালে ৯ কোটি টাকার বিনিময় রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলিতে যোগ দেন আর্জেন্টাইন সুপারস্টার।

রোমেলু লুকাকু: চলতি মরসুমে ৮ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে এভার্টন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করেন এই বেলজিয়ান ফুটবলার।

নেইমারের আগেও দলবদলে রেকর্ড করেছেন যারা