পুত্র সন্তান লাভ করতে চাইলে ফ্যাটি ডায়েট নিন !

আমাদের বর্তমান যুগে যদিও ছেলে ও মেয়ে উভয়ই সমান। তবুও অনেকে আছেন যারা কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তান লাভ করতে চান।

এক নতুন গবেষণায় বলা হয়েছে যারা পুত্র সন্তান লাভ করতে চান তারা প্রেগনেন্সির প্রথম দিকে ফুল ব্রেকফাস্ট এবং ফ্যাটি ডায়েট নিন। মিশৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষনা থেকে জানা যাচ্ছে, প্রেগনেন্সির প্রথম দিকে খাওয়া খাবারের ওপর নির্ভর করে একটি শিশুর লিঙ্গ এবং স্বাস্থ্য।

যেসব মহিলা ওই সময় ফুল ব্রেকফাস্ট এবং ফ্যাটি ডায়েট নেন তাঁদের পুত্র সন্তান জন্ম দেওয়ার সম্ভবনা বেশি থাকে। অন্য দিকে যে সব মহিলার লোফ্যট ডায়েট নেন এবং দীর্ঘসময় উপবাসে থাকেন তাঁদের কণ্যা সন্তান জন্ম দেওয়া সম্ভবনা থাকে।

এই গবেষকদলের প্রধান ডঃ চার্লি রোজেনফেন্ড বলেন, ‘হাই ক্যালোরিক ডায়েট খেলে পুত্র সন্তান হওয়া এবং লো ক্যালোরিক ডায়েট খেলে কন্যা সন্তান হওয়ার সম্ভবনা থাকে।