পানির নিচে লড়াই করতে নতুন ডুবোজাহাজ নামাচ্ছে ভারত

ভারতীয় নৌবাহিনী নতুন ডুবোজাহাজ আইএনএস কালভারিকে পানিতে নামানোর প্রস্তুতি নিয়েছে। চীনের সঙ্গে সীমান্তে টানাপড়েন যখন তুঙ্গে তখন পানিতে নামানো হচ্ছে আইএনএস কালভারিকে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে চলতি মাসের শেষ নাগাদ পানিতে নামবে কালভারি। খবরে একে হামলার কাজে ব্যবহৃত বিশ্বের অন্যতম মারাত্মক ডুবোজাহাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি নামানোর মধ্য দিয়ে পানির তলে লড়াইয়ের বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করবে ভারত।

স্কোরপিয়ন শ্রেণির ডুবোজাহাজ আইএনএস কালভারি। এ শ্রেণির ছয়টি ডুবোজাহাজে কিনতে ভারতের ব্যয় হয়েছে মোট ৩৭০ কোটি ডলার সমপরিমাণ অর্থ। ২০০৫ সালে এ শ্রেণির ডুবোজাহাজের ক্রয়াদেশ দেয়া হয়েছিল। নানা দীর্ঘসূত্রিতার পর প্রথম ডুবোজাহাজ হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছে।

ফরাসি ন্যাভাল গ্রুপের সহযোগিতায় মুম্বাইয়ের এ গুলোকে নির্মাণ করার কাজ চলছে। ভারতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংক্রান্ত শিপইয়ার্ড মাজাগাও ডক শিপবিল্ডার্স লিমিটেডে তৈরি হচ্ছে এগুলো। আইএনএস কালভারি যুক্ত হওয়ার পর ভারতের ডুবোজাহাজ সংখ্যা দাঁড়াবে ১৫; অন্যদিকে চীনের বহরে রয়েছে ৬০টি।