চোখের নিচের ফোলাভাব দূর করার সহজ উপায়

চোখের সৌন্দর্য আসলেই অনেক বেশী গুরুত্বপূর্ণ। তবে নানা কারণে আমাদের এই সুন্দর চোখ দুটিতে ফোলাভাব চলে আসে।

চোখের নিেচর ফোলাভাব দূর করার সহজ দুটি সমাধান:

১) আলুর রসের ব্যবহারঃ

আলুর রসের অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান চোখের নিচের ফোলাভাব এবং কালচে ভাব দূর করতে বিশেষভাবে কার্যকরী। প্রথমে একটি আলু গ্রেট করে নিয়ে চিপে রস বের করে নিন। এবং এই রস একটু ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ফেলুন। ঠাণ্ডা আলুর রস তুলোর বলে লাগিয়ে চোখের উপরে দিয়ে রাখুন ২০ মিনিট। এই ২০ মিনিট রিলাক্স করুন। ২০ মিনিট পর তুলোর বল ফেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ফোলাভাব অনেকটাই কমে গিয়েছে।

২) ডিমের ব্যবহারঃ 

ডিম ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। বিশেষ করে ত্বকের টানটান ভাব ধরে রাখতে ডিমের সাদা অংশের জুড়ি নেই। একারণেই চোখের নিচের ফোলাভাব দূর করতে ডিমের সাদা অংশ কার্যকরী। একটি ডিম ভেঙে কুসুম আলাদা করে নিন। এরপর ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। আঙুলের ডগা দিয়ে এই সাদা অংশ চোখের নিচে লাগান তবে সাবধান থাকবেন যেনো চোখের ভেতরে না যায়। চোখ বন্ধ রেখে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন । এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। চোখের ফোলাভাব খুব সহজেই দূর হয়ে যাবে।