সিরাজদিখানে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
সিরাজদিখানে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে রামেরখোলা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানায়, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা প্রায় ২৪ বছরের ঐ যুবতীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ফেলে যায়। লাশটির গায়ে কোন জামা-কাপড় ছিল না শুধু গলায় সাদা রঙের ওড়না প্যাচানো ছিল । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com
আব্দুল্লাহ আল মাসুদ । মুন্সীগঞ্জ প্রতিনিধি