মেয়ের মা হতে চান বর্ষা আর অনন্তর চাওয়া …..
বাংলা সিনেমার আলোচিত দম্পতি অনন্ত-বর্ষা আবারও সন্তানের মুখ দেখতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে তাঁরা বাবা-মা হবেন। কিন্তু এবার অনন্তের চাওয়া তিনি যেন ছেলের বাবা হন। এদিকে বর্ষা মেয়ের মুখে মা ডাক শুনতে চান।
বর্ষা বলেন, ‘আমি কিন্তু প্রথমবারও মেয়ের মা হতে চেয়েছিলাম। কিন্তু আল্লাহ তায়ালা আমাদের একটি সুস্থ সন্তান উপহার দিয়েছেন। প্রথমবারের মতো এবারও আমি মেয়েই চাইব। তবে একটা জিনিস সবচেয়ে বেশি চাইব তা হচ্ছে, ছেলেমেয়ে যাই হোক না কেন একটা সুস্থ সন্তানই যেন আল্লাহ তায়ালা উপহার দেন।’ এদিকে ঘরে নতুন অতিথির আগমনের খবর নিয়ে ফেসবুকে একটি পোস্টও দেন বর্ষা।
অনন্ত-বর্ষার নতুন ছবি ‘দ্য স্পাই’-এর কাজ শিগগিরই শুরু করার কথা থাকলেও আবার তা পিছিয়ে গেল। বর্ষা তাঁর ফেসবুক পোস্টে এ-ও জানিয়েছেন যে এই সন্তানের জন্য আবারও পিছিয়ে গেছে দ্য স্পাই ছবির শুটিং। আগামীতে আবার শুটিং শুরু হবে।