বড় পর্দার ট্র্যাজেডি কিং বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাই আজ শুক্রবার সকালে তাকে হাসপাতালের ভেন্টিলেটরে (কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালু রাখার যন্ত্র) রাখা হয়েছে।
গত বুধবার কিডনির সমস্যা ও ডিহাইড্রেশনের (পানিশূন্যতা) কারণে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। সেখানে বর্ষিয়ান এই অভিনেতাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ধীরে ধীরে আরও অবনতির দিকে যাচ্ছে দিলীপ কুমারের শারীরিক অবস্থা। এ বিষয়ে লীলাবতি হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার বলেন, তার কিডনি ফাংশনগুলোর কোনো উন্নতি হচ্ছে না। উপরন্তু আরও খারাপের দিকে যাচ্ছে। সকালে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। এর আগে দিলীপ কুমারের শারীরিক অবস্থার কথা জানিয়ে তার স্ত্রী সায়রা বানু বলেছিলেন, তার দ্রুত সুস্থতার জন্য আমাদের সবার প্রার্থনা করা উচিত। সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে তিনি সুস্থ হয়ে যাবেন। চিকিৎসকরা সবসময় তার পাশে রয়েছেন।
সর্বশেষ ১৯৯৮ সালে কিলা ছবিতে অভিনয় করেন তিনি। গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।