কুড়িগ্রামে বিএনপি নেতার মায়ের মৃত্যুতে পৌর বিএনপি’র শোক প্রকাশ

কুড়িগ্রামে সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা’র মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুড়িগ্রাম পৌর বিএনপি।

বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম পৌর বিএনপি’র দাপ্তরিক প্যাডে সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব স্বাক্ষরিত বার্তায় শোক প্রকাশ করে মরহুমার আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার মা সালেহা বেগম (৬৫) শহরের মোল্লাপাড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরে বাদ আসর শহরের গওহর পার্ক মাঠে মরহুমের জানাজা শেষে নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি

,