অাবেদনময়ী কুসুম সিকদারের ‘নেশা’- তে মডেল সুজন

গতকাল বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে অাবেদনময়ী কুসুম সিকদারের ‘নেশা’ শিরোনামের গানের ভিডিওটি। আর সেই ভিডিওতে তার সাথে অংশগ্রহণ করেছেন র‍্যাম্প মডেল খালেদ হোসাইন সুজন।

কুসুম সিকদারের কন্ঠে গাওয়া নেশা গানের এই ভিডিওটিতে একেবারে নতুন ভাবে দেখা যায় অভিনেত্রী কুসুম সিকদার ও মডেল সুজনকে। এর আগে এমনভাবে তাদেরকে আগে কখনো দেখা যায়নি। কুসুম সিকদারকে সবাই অভিনেত্রী হিসেবেই চেনেন। গান আর লেখালেখিতেও আগ্রহ তাঁর। ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তাঁর কবিতার বই ‘নীল ক্যাফের কবি’। কুসুম তখন জানিয়েছিলেন, গানে মনোযোগী হবেন। কাল তার নিজের লেখা সেই গানটির ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে।

১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল কুসুমের প্রথম একক অ্যালবাম। এত দিন পর নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বছর দুয়েক ধরে নতুন করে গাইবার তাড়না অনুভব করছিলাম। ‘নেশা’ গানটি রেকর্ডিংয়ের কিছু ভিডিও ফেসবুকে প্রকাশ করেছিলাম। ভেবেছিলাম, দেখি তো সবাই কী বলে। দেখলাম, সবাই বেশ আগ্রহী হয়। তারপর গানটি নিয়ে আশাবাদী হই।’ হৃদয় খানের সংগীতায়োজনে কুসুমের এই গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী।

এই ভিডিওটির সম্পূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে।