ইউল্যাবে সিনেমাস্কোপ আয়োজিত কর্মশালায় মোস্তফা সরয়ার ফারুকী

ইউল্যাবে (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) গত মঙ্গলবার ১ লা আগস্ট মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের অধীনে সিনেমাস্কোপ একটি ফিল্ম আপ্রেন্টিসশিপ কর্মশালার আয়োজন করে। আয়োজনের কেন্দ্র বিন্দু হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সিনেমাস্কোপের এ আয়োজনের মূল লক্ষ্য ছিলো একজন নির্মাতা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী কিভাবে তাঁর চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে একটি সিনেমাটিক আন্দোলন তৈরি করেন তা বোঝানো। “মোস্তফা সরয়ার ফারুকী- আ টেইল অফ এ প্রিডমিনেন্ট অথর” শীর্ষক এই কর্মশালাটি ইউল্যাবের অডিটোরিয়ামে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। এর আগে গত ২২, ২৭ এবং ২৮ জুলাই, সিনেমাস্কোপের শিক্ষানবিশবৃন্দ এই জনপ্রিয় নির্মাতার ৫ টি চলচ্চিত্র প্রদর্শন এবং বিশ্লেষণের মধ্য দিয়ে তাদের নিয়মিত আয়োজন ফিল্ম স্ক্রিনিং অ্যান্ড ফিল্ম রিডিং এর প্রথম অংশটি সম্পন্ন করে। আয়োজনের প্রথম দিন দেখানো হয় “ব্যাচেলর” এবং “মেইড ইন বাংলাদেশ”। দ্বিতিয় দিন দেখানো হয় “টেলিভিশন” এবং তৃতীয় দিন দেখানো হয়  “থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার” এবং “পিঁপড়াবিদ্যা”।

ইউল্যাবে সিনেমাস্কোপ আয়োজিত কর্মশালায় মোস্তফা সরয়ার ফারুকী

আলোচনা অনুষ্ঠানের সূচনা বক্তৃতা প্রদান করেন ইউল্যাবের অধ্যাপক ড. সুমন রহমান। এরপর সিনেমাস্কোপের সদস্যদের একটি বিশ্লেষণ ধর্মী উপস্থাপনার আয়োজন করা হয়। তারপর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর বক্তব্য রাখেন এবং শিক্ষানবিশবৃন্দ ও উপস্থিত সকলের নানা প্রশ্নের উত্তর দেন।

ইউল্যাবে সিনেমাস্কোপ আয়োজিত কর্মশালায় মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকীকে উপহার এবং সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ইউল্যাবে সিনেমাস্কোপ আয়োজিত কর্মশালায় মোস্তফা সরয়ার ফারুকী