শাহজালাল বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার ও ৫০ কার্টন সিগারেট জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৫০ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাদের দেহ তল্লাশি করে ওই স্বর্ণের বার ও সিগারেট জব্দ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

ওই দুই যাত্রী হলেন শরীয়তপুরের মোহাম্মদ সিরাজ মাতবর (৫০) ও মোসাম্মত চান বানু (৪০)। তারা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লইট নম্বর আরএক্স ৭৮৩ যোগে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন।

মোহাম্মদ সিরাজ মাতবরের প্যান্টের ভেতর থেকে দুটি স্বর্ণের বার (২০০ গ্রাম) ও ২৫ কার্টন সিগারেট এবং চান বানুর কাছ থেকে দুটি স্বর্ণের বার (২০০ গ্রাম) ও ২৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

মইনুল খান আরও বলেন, আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ২০ লাখ ও সিগারেটের মূল্য ৪ লাখ টাকা। তাদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।