চিরিরবন্দরে যোগাযোগ বেবস্থার বেহাল দশায় এলাকাবাসীর দুর্ভোগ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সদরের প্রায় সব ক’টি পাকা সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ। সংস্কারের কোন উদ্যোগ না থাকায় দুর্গতি যেন হয়েছে এখানকার মানুষের গতি।

সংস্কারের এক বছরের মাথায় খানাখন্দে পরিণত হয়ে সড়কগুলি হয়েছে যেন মরণ ফাঁদ। এ অবস্থায় সড়কগুলি দিয়ে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একাধিকবার দাবি জানালেও বাস্তবায়ন ঝুলে আছে আশ্বাসে। সরেজমিন উপজেলার ঘুঘুরাতলী মোড় হতে টি.এন্ড.টি মোড় রেলষ্টেশন হয়ে শিমুলতলী বাজার পর্যন্ত সড়কের দশা বেহাল। সড়কের অধিকাংশ জুড়ে খানাখন্দে ভরা। কোন কোন জায়গায় দেখা গেছে লাঠির মাথায় লাল কাপড়ের বেঁধে বিপদ সংকেত দেয়া। বৃষ্টি হলে এসব গর্ত কোথাও হাঁটু, আবার কোথাও উরু পর্যন্ত পানিতে ভরে থাকে।

এ অবস্থায় এলজিইডিসহ সড়ক ও জনপদ অধিদপ্তর দ্রুত সড়কগুলি মেরামত না করলে জনদুর্ভোগ দিনদিন বেড়েই চলবে। তাই এলাকাবাসী ডেইলী মেইল টোয়েন্টিফোরের মাধ্যমে সংস্লিষ্টদের কাছে জোর দাবী জানিয়েছেন, উপজেলার মূল সড়ক গুলো খুব দ্রুত সংস্কার করা হোক। যাতে সাভাবিক ভাবে মানুষ চলাফেরা করতে পারে।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি