আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া সর্ববৃহৎ হিমশৈল

আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া সবথেকে বড় হিমশৈলের গতিবিধির ছবি এবার প্রকাশ করলো নাসা। ৫,৮০০ স্কয়ার কিলোমিটারের একটি হিমশৈলের ছবি ফ্রেমবন্দি করেছে যা গত ১০-১২ জুলাই নাগাদ আন্টার্কটিকা পেনিনসুলা থেকে ভেঙে যায়। নাসা থেকে প্রকাশিত সেই কিছু ছবিতে এই হিমশৈলের স্থান পরিবর্তন স্পষ্ট বলে জানা গেছে।

প্রসঙ্গট জুলাই মাসে ভয়াবহ ধস নামে অ্যান্টার্কটিকার ‘লার্সেন-সি’ আইস শেল্ফের ‘এ-৬৮’ হিমশৈলে। ভেঙে যায় সেই বিশাল হিমশৈল। আর সেই বিশাল হিমশৈল পড়ে ওয়েড্ডেল সাগরে৷ এতটায় অতিকায় এই হিমশৈল যে তাকে ইউরোপের লুক্সেমবার্গের দু’গুণ বললেও অতিশয়োক্তি করা হবে না৷

আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া সর্ববৃহৎ হিমশৈল

জানা যায়, প্রায় এক লক্ষ কোটি টন ওজনের এই হিমশৈলটিকে গত মাসেও ‘সুতো থেকে ঝোলা’র মতো অবস্থায় দেখা গিয়েছিল নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির কিছু উপগ্রহ। তবে এই বিশালাকায় হিমশৈলের কারণে সামুদ্রপথে যাতায়াত ব্যহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷