আকাশ থেকে তোলা রঙ্গিন দুনিয়া

প্রতিবছর আকাশ থেকে বা উচ্চতা থেকে তোলা ছবির একটি প্রতিযোগিতার আয়োজন করে অনলাইন সাইট ড্রোনস্ট্রাগ্রাম। কয়েক হাজার ছবির ভেতর থেকে ড্রোন ক্যামেরায় তোলা সেরা ছবি বাছাই করেন বিচারকরা। এখানে সেরা চার কাটাগরিতে বিজয়ী কিছু ছবি।

ফ্রান্সের প্রভিন্সের একটি ক্ষেতে মেশিন দিয়ে চাষ করা হচ্ছে। ছবিটি তুলেছেন জে কুর্তেয়েল
রোমানিয়ার ট্রান্সস্যালভানিয়ার একটি দৃশ্য, যেখানে কাউন্ট ড্রাকুলার জন্মস্থান। এটি আসলে একটি রাস্তা, একেবেকে চলে গেছে। ছবি তুলেছেন ক্লেইন স্ট্যান
গ্রীনল্যান্ডের উপকূলে সাগরের পানি জমাট বেধে বরফ হতে চলেছে
দুবাইয়ের বহুতল ভবনের ছবি
রাশিয়ার মস্কোর মার্কারি সিটি টাওয়ারের ছবি, যে ভবনের কাচের দেয়ালে সামনের রাস্তা, বাগানের ছবি ফুঁটে উঠেছে
এই ছবিটি দেখে কি বোঝার উপায় আছে, ছবিটি কোথাকার? এটি আসলে স্পেনের মাদ্রিদের ছবি, আকাশ থেকে ড্রোনের সাহায্যে তোলা
মানুষ ক্যাটেগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে এন্ড অফ দি লাইন নামের এই ছবিটি।
ভিয়েতনামের মেকং অববাহিকার একটি নদীতে একজন শাপলা ফুল তুলছেন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ছবিটি
স্পেনের ক্যান্টাবাড়িয়ার একটি উৎসবের ছবি
সৃষ্টিশীল বিভাগে এই ছবিটি সেরা পুরস্কার জিতেছে। একটি গরু সকাল বেলায় পানি খেতে এসে নিজের ছায়ার দিকে তাকিয়ে রয়েছে
‘আমি আর আমার বান্ধবী, আমরা খুব তাড়াতাড়ি বাবা-মা হতে যাচ্ছি, তাই ভাবলাম মজাদার একটি ছবি দিয়ে আমাদের বন্ধু ও আত্মীয়স্বজনকে খবরটি জানিয়ে দেই’, বলছেন চিত্রগ্রাহক থাইবুল্ট বেগুয়েট, ম্যাকারেয়ুক্স প্রডাকশন
সমুদ্র সৈকতে বালুর উপর তৈরি আরেকটি নকশা