টঙ্গীবাড়িতে গৃহহীনদের মাঝে বিনামূল্যে ঢেউ টিন ও অর্থ বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় গৃহহীনদের মাঝে গৃহ নির্মান বাবদ অর্থ ও বিনা মূল্যে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

গৃহহীনদের মাঝে রবিবার দুপুরে উপজেলা প্রাঙ্গনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত বিনামূল্যে ঢেউ টিন ও অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াছমিন এমিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জি: কাজী আবদুল ওয়াহীদ.টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি জগলুল হালদার ভুতু,টঙ্গীবাড়ি যুবলীগের সভাপতি দর্পন মাঝি, টঙ্গীবাড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল ,মহিলা ভাইস চেয়ারম্যান এমিলী পারভীন, ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফারজানা ইসলাম প্রমূখ। গৃহহীনদের মাঝে ৭২বান ঢেউটিন নগদ তিন হাজার টাকা বিতরণ করা হয়।

আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি