ফরিদপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন

বর্ণাঢ্য আয়োজন আর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল ঢাকায় বসবাসরত ফরিদপুর জেলার অধিবাসীদের অরাজনৈতিক সংগঠন “আমরা ফরিদপুরী” এর ঈদ পুনর্মিলনী। শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল পরিচয় পর্ব,মধ্যাহ্নভোজ,সাংস্কৃতিক অনুষ্ঠান,বিকেলের নাস্তা এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

ফরিদপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন

শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের এক মিলন মেলায় পরিণত হয় “আমরা ফরিদপুরী”র এই আয়োজন। ফরিদপুরের কৃতি সন্তান ও বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেন এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমিনুল ইসলাম রিপন, দেলোয়ার হোসেন, মোজাম্মেল হোসেন, রফিকুল ইসলাম জুয়েল, সাবদুল জমাদার, আরিফ ইসলাম। সহযোগিতা করেছেন মোঃ নুরুল ইসলাম ,সেলিম নূর ,নাসিমুর রব, ওয়াহিদ সোহেল, জাহিদ হোসেন প্রমুখ।

সকাল ১০ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় রাত ১০ টায়। প্রায় ১২ ঘন্টার এই অনুষ্ঠানে থেমে থেমে চলে গান,নাচ,আবৃতি বক্তৃতাসহ আকর্ষণীয় নানা ইভেন্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশিষ্ট সঙ্গিত শিল্পী শাহানাজ বাবু, মাহাবুবা বেগম রানী,সদ্য,রিক্ত,শিক্ত,কাজী কাউসার সুইট,আঞ্জুম ইসলাম সিমি,শ্বেতা প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন ফারুক হোসেন। ফারুক হোসেন মাটি ও মানুষের কবি পল্লী কবি জসীম উদ্দীনের “কবর” কবিতা আবৃতি করে শোনান। কবিতা আবৃতি করেন স্মরণ সাহা “কেও কথা রাখেনি”,সাবিহা রাব্বি সিমাও কবিতা আবৃতি করেছেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রায় সবাই দর্শকদের মন জয় করে নগদ অর্থ উপহার হিসেবে অর্জন করেন। তবে অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ফারুক হোসেন এই উপহার প্রদাণে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন। কারন তিনি প্রায় সব অংশগ্রহণকারীর হাতে ব্যাক্তিগতভাবে নগদ অর্থ তুলে দেন। পুরস্কার অর্জনে পিছিয়ে ছিলেন না সংস্কৃতিমনা পরিবারও। ফারুক হোসেন সদ্য, রিক্ত এবং শিক্তর বাবা মায়ের হাতে তুলে দেন নগদ টাকা। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আনন্দদায়ক ও মনোমুগ্ধকর। দীর্ঘদিন পরে ঢাকায় বসবাসরত ফরিদপুরের মানুষগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হবার ,দেখা ও গল্প করার এবং একসাথে বসে খাবার খাওয়ার সুযোগ লাভ করেন। এ যেন ফরিদপুরীদের এক মহা মিলন মেলায় পরিণত হয় । সবাই নেচে গেয়ে একাকার হয়ে যান ঈদপুনর্মীলনিতে।

সব শেষে ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র অনুষ্ঠানটি ফারুক হোসেন নিজেই পরিচালনা করেন। র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কার ছিল ৪২ ইঞ্চি এ্যানড্রয়েড এল ই ডি টিভি,ব্যালেন্ডার ম্যাশিন,হেয়ার ড্রাই সহ সব আকর্ষণীয় পুরস্কার। র‌্যাফেল ড্রর মোট পুরস্কার ছিল ২৭ টি। র‌্যাফেল ড্র শেষে ফারুক হোসেন তাঁর সমাপনী বক্তব্যে “আমরা ফরিদপুরী”র আগামী পিকনিকে প্রথম পুরস্কার হিসেবে গাড়ি প্রদানের ঘোষণা দেন। রাত ১০ টায় ঈদ পুনর্মিলনী শেষে সবাই বাড়ি ফিরে যান সেই সাথে সাঙ্গ হয় ফরিদপুরবাসীর এক অন্যরকম মিলনমেলা।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি