সুহানাকে পাপারাজ্জিদের হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কাজল। সালমানের ফিল্ম ‘টিউবলাইট’-এর স্ক্রিনিং এর সময় তাঁর ছবি তোলার জন্য তাঁকে ঘিরে ফেলেছিল পাপারাজ্জিদের অসংখ্য ক্যামেরা। শেষ পর্যন্ত বাবা শাহরুখকে ফোন দেন তিনি তাকে উদ্ধার করতে।
বলিউড অভিনেত্রী কাজল এই বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, ‘চিত্র সাংবাদিকরা তাঁদের মতো তারকাদের ছেলেমেয়েদের যেভাবে হয়রানি করেন, সেটা ঠিক নয়, তাঁদের এ বিষয়ে দায়িত্বশীল হওয়া উচিত। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাদের সুরক্ষিত রাখতে পারি। তবে আমি চেষ্টা করেছি, আমার ছেলে মেয়েকে এ বিষয়গুলি শেখাতে, যাতে তারা সাংবাদিকদের সামলাতে পারে। কারণ তারা জন্ম থেকেই তারকা।‘
এদিন সুহানা খানের সঙ্গে যে ধরণের ঘটনা ঘটেছিল সে বিষয়েও মুখ খোলেন কাজল। বলেন, ‘এটা যদি নাইসা কিংবা যুগের সঙ্গে ঘটতো তাহলে আমি তো ভীষণ রেগে যেতাম। এটা একেবারেই ঠিক নয়। পাপারাজ্জিরা আজকাল স্টেজে পর্যন্ত পৌঁছে যাচ্ছে তারকাদের ছেলেমেয়েদের ছবি তোলার জন্য। আমরা তারকারা এটা সামলাতে পারি, কিন্তু ওই টুকু কিশোরী কী করে পারবে? তারা এখনও এসব শেখেনি।‘
বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন খোদ শাহরুখ খানও। কারণ খুব অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়েছিল সুহানা খানকে।