বিদ্যুৎ সংকটে বিপন্ন চরভদ্রাসনের জনজীবন, অন্ধকারে ডুবছে উপজেলা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত তিন দিন ধরে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় ভয়াবহ লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে থাকছে উপজেলা। প্রচন্ড ভ্যাপসা গরম ও বিদ্যুৎহীন উপজেলায় নাভিশ্বাস হয়ে ওঠেছে জনজীবন।

জানা যায়, উপজেলায় সারাদিনে দুই দফায় বিদ্যুৎ দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২ ঘন্টা। আর প্রতি রাত সাড়ে ১০ টার দিকে একবার বিদ্যুৎ দিয়ে আধাঘন্টা রাখার পর সারারাত অন্ধকারে ডুবে থাকছে উপজেলা। শুক্রবার দিবাগত রাত সোয়া ৪ টায় উপজেলা পল্লি বিদ্যুৎ ইনচার্জ সবুজ হোসেনকে ফোন করলে তিনি জানান, “ ভাই রাত দুইটার পর থেকে বিদ্যুৎ সরবরাহের ষ্টেশনে যোগাযোগের জন্য চেষ্টা করে চলেছি, কিন্তু কেউ ফোন ধরছেন না”।

খোঁজ নিয়ে জানা যায়, গত ক’দিন ধরে উপজেলা বিদ্যুৎহীন থাকার ফলে ৩৫টি রাইস মিল, ১৪টি কড়াত মিল, ৮১৭টি সেচ পাম্প, ৪টি মসলা মিল, ১২টি বেকারীর শ্রমিক মজুর ও শত শত অটোরিক্সা ও ভ্যান চালকরা কর্মহীন হয়ে পড়েছে। বিদ্যুৎহীন ও কম ভোল্টেজে উপজেলার গৃহস্থ পরিবারের ফ্রিজে রক্ষিত লাখ লাখ টাকার খাদ্য সামগ্রী বিনষ্ট হয়ে গেছে। বসতবাড়ীর টিভি, মটর ও ইলেকট্রনিক্স সামগ্রী অকেঁজো অবস্থায় পড়ে রেয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় উপজেলার অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসা কার্যক্রমও থমকে দাঁড়িয়েছে। এতে নাভিশ্বাস হয়ে ওঠেছে জনজীবন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি