শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত

“বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে সুন্দরবন শিক্ষা কেন্দ্রের আয়োজনে ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের সহায়তায় বিশ্ব বাঘ দিবস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

 

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি জি এম সালাউদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম। ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা মোঃ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ওয়াইল্ডটিম খুলনার প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান, ওয়াইল্ডটিম খুলনার সমন্বয়কারী ডাঃ নাসির উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান,বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন বাঘ আমাদের গর্ব। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। সুন্দরবন মায়ের মতন। সুন্দরবন সুরক্ষায় ও বাঘ সুরক্ষায় বক্তারা সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। এ ছাড়া বক্তারা আরও বলেন লোকালয়ে যাতে বাঘ প্রবেশ করতে না পারে এবং বাঘ লোকালয়ে আসলেও সুস্থভাবে যাতে ফিরে যেতে পারে এ জন্য ভিলেজ টাইগার টিম স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।

রনজিৎ বর্মন, শ্যামনগর প্রতিনিধি