শোকের ছায়া গোটা বলিউডে!
প্রায় কুড়িবছর ধরে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ছিলেন বলিউড অভিনেতা ইন্দ্র কুমার। ২০টির মতো ছবিতে কাজ করেছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে মারা গেছেন এই বলিউড অভিনেতা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ভারতের আন্ধেরিতে নিজের বাংলোয় হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার সাবেক শ্বশুর রাজু কারিয়া।
ইন্দ্র কুমারের মত একজন দক্ষ অভিনেতার এত অল্প বয়সেই চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউডে।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও প্রচুর কাজ করেছিলেন ইন্দ্র। ২০ বছরের কেরিয়ারে তাঁর করা ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হল মাসুম’, ‘ওয়ান্টেড’, ‘পেয়িং গেস্ট’ অথবা ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ‘কাহি পেয়ার না হো যায়ে’ । এছাড়াও জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’-এ ইন্দ্রর অভিনয়ও মন কেড়েছিল দর্শকদের।