নতুনরূপে ‘ওল্ড ইজ গোল্ড’ অ্যালবাম নিয়ে ফকির আলমগীর

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আবার আসছেন নতুনরূপে। দীর্ঘ বিরতির পর তার নতুন অ্যালবাম ‘ওল্ড ইজ গোল্ড’ প্রকাশ পেতে যাচ্ছে। অ্যালবামটি প্রকাশ করছে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক। এখানে মোট ১২টি গান থাকছে ।

গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সালাউদ্দিন, মিলন খান, হাজী সাহেব (মাইজভান্ডারী), আব্দুল হাই আল হাদী, আহমেদ সাফা ও এ-আজাদ-এস কবির। সুর ও সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, আবু তাহের, আলী আকবর রুপু ও ফকির আলমগীর নিজে।

অ্যালবাম প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘অনেক শ্রম, মেধা ও যত্নের সমন্বয়ে অ্যালবামের প্রত্যেকটি গান তৈরি হয়েছে যা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। এই গানগুলো শ্রোতাদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি। ’

সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, ‘ফকির আলমগীর আমাদের দেশে অনেক বড় মাপের একজন গুনী সংগীতশিল্পী। তার কাজের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে একুশে পদকসহ বিভিন্ন পদকও পেয়েছেন। আমি তাকে নিয়ে কাজ করতে পেরে গর্বিত। তার এই অ্যালবামের প্রত্যেকটি গান শ্রোতাদের মুখে মুখে থাকবে বলে আমি আশাবাদী। ’

তার গাওয়া গান ‘ও সখিনা’ এখনো সকল বয়সের মানুষের কাছে অনেক জনপ্রিয়।