এখন কত দায়েশ রয়েছে ইরাক ও সিরিয়ায়?
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় ব্যাপক অভিযানের পর দেশ দুটিতে এখনো ১১ হাজার সশস্ত্র সন্ত্রাসী এবং তাদের আট হাজার সমর্থক ও শুভাকাঙ্ক্ষী রয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরাকের উঁচু পর্যায়ের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা।
এর মধ্যে ইরাকে সক্রিয় সন্ত্রাসী রয়েছে চার হাজার এবং তাদের সমর্থক আছে তিন হাজার। এরা সবাই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে নিয়মিত বেতন পায়। এছাড়া, প্রতিবেশী সিরিয়ায় সক্রিয় সন্ত্রাসী রয়েছে সাত হাজার এবং তাদের সমর্থক আছে পাঁচ হাজার। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে দেশ দুটিতে শুধু উগ্র সন্ত্রাসীর সংখ্যা ছিল ১৯ থেকে ২৫ হাজার এবং ২০১৪ সালে এ সংখ্যা ছিল ২০ থেকে ৩১ হাজার।
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর ছিল দায়েশের সবচেয়ে শক্ত ঘাঁটি এবং এ শহরটি গত ১০ জুলাই মুক্ত করা হয়েছে। এ গোষ্ঠীর তৎপরতা এখন ইরাকের নেইনাভা প্রদেশ এবং পাশের আনবার ও কিরকুক প্রদেশের কিছু এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।
এদিকে, সিরিয়ার রাকা প্রদেশে ছিল দায়েশের কথিত খেলাফতের রাজধানী। এখনো রাকা শহর দায়েশের দখলে রয়েছে যদিও সেখানে সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সের অভিযান চলছে।