উগ্রপন্থি হওয়ায় জঙ্গি আসলামের পরিবার এখন একঘরা
রাশেদ গ্রেফতার হওয়ার পর শুক্রবার তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার কাঞ্চনপুরে গেলে স্থানীয় বাসিন্দারা এসব তথ্য জানায়।
গ্রামবাসী জানায়, জঙ্গি আসলাম ওরফে রাশেদের পরিবার আগে থেকেই উগ্র। বাবা আব্দুস সালাম প্রভাব খাটিয়ে গ্রামের মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হয়েছিলেন। মসজিদের উন্নয়নের নামে পাশের বিল (জলাশয়) থেকে প্রতি বছর মোটা অঙ্কের টাকা তুলেছিলেন সভাপতি হয়ে। সেই টাকার কোন হিসাব দেননি তিনি। গ্রামবাসীর অভিযোগ- আব্দুস সালাম মসজিদ ফান্ডের প্রায় ৬০- ৬৫ হাজার টাকা নিয়ে বছর দুয়েক আগে উধাও হয়েছেন। এছাড়া চেক জালিয়তের একটি মামলায় তিনি ফেরাড়ি আসামি। পুলিশ তাকে গ্রেফতার করবে সেই ভয়ে প্রকাশ্যে বাড়িতে আসতে পারে না। পলাতক রয়েছে।
কাঞ্চনপুর গ্রামে ঢুকতেই টিটিআই মোড় নামক স্থানে স্থানীয় বাসিন্দা আয়েজ উদ্দিন (৬৫) জানান, গ্রামের মানুষের কারো সাথেই ভাল সম্পর্ক নেই জঙ্গি আসলাম ওরফে রাশেদের পরিবারের সাথে। তারা উগ্র হওয়ায় গ্রামবাসী পরিবারটির সাথে সম্পর্ক ছিন্ন করে অনেক আগেই। এমনকি রাশেদের সরিকরাও। তিনি আরো জানান, আসলাম ওরফে রাশেদের মা নাছিমা বেগম রাজশাহীর নওদা পাড়ায় তার মায়ের বাড়িতে থাকেন।
এ, কে সুজা, নওগাঁ প্রতিনিধি