ঈদুল আযহায় অন্য রকম চরিত্রে মীর সাব্বির

‘বডিস্প্রে’ নাটকে একটি অন্য রকম চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে। কয়েকবছর ধরেই বাংলা নাটকের অন্যতম একজন কমেডি অভিনেতা হিসেবে তিনি পরিচিত। তার অভিনীত সকল নাটকই দর্শক মন জয় করে নিয়েছে।

গল্পের প্রয়োজনে নানা চরিত্রেই অভিনয় করতে হয় অভিনয় শিল্পীদের। সেই চরিত্র ফুটিয়ে তুলতে আবার নানা ধরনের জামা-কাপড় ও পড়তে হয়। তেমনই এক চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। যেখানে তিনি লুঙ্গি ও গামছা পরিধান করেছেন। এর আগেও বহু নাটক এ তাকে এই রকম পোশাক পরিধান করতে দেখা গিয়েছে।

এতে আরও অভিনয় করেছেন উর্মিলা, ফারুক আহমেদ, উদয়, ফরহাদ সুমন প্রমুখ। মাইদুল ইসলাম রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। ফরহাদুল ইসলামের প্রযোজনায়  ঈদুল আযহায়  আসছে ‘বডিস্প্রে’   নাতকটি। এটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।