আসছে ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির সিক্যুয়েল’ওয়ান্ডার ওম্যান ২’

উত্তর আমেরিকায় সুপার হিরো ধাঁচের ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি যে পরিমাণ ব্যবসায়িক সাফল্য পেয়েছে গত ১৫ বছরেরও বেশি সময় ধরে কোনো ছবি এমন কৃতিত্ব দেখাতে পারেনি। ছবিটি নির্মাণ করেছিলেন প্যাটি জেনকিন্স।

‘ওয়ান্ডার ওম্যান’ এর ব্যবসায়িক সফলতার পর এবার তারই সিক্যুয়েল ‘ওয়ান্ডার ওম্যান ২’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০১৯ সালের ১৩ই ডিসেম্বর মুক্তি পাবে ‘ওয়ান্ডার ওম্যান ২’। মূল ছবির মতো এর সিক্যুয়েলেও মূল অভিনেত্রী হিসেবে গ্যাল গ্যাডট চুক্তিবদ্ধ হয়েছেন।

তবে  সিক্যুয়েলটি প্যাটি জেনকিন্স পরিচালনা করবেন কী না- তা এখনো জানা যায়নি।

‘ওয়ান্ডার ওম্যান’ এর সাফল্যের পর গ্যাডট এখন তার ‘জাস্টিস লিগ’ ছবির মুক্তির অপেক্ষায়। এতেও সুপার হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী নভেম্বর মাসে।