আর কোন সম্পর্কে নেই দীপিকা ও রণবীর সিং!

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আর কোন সম্পর্কে নেই। সম্প্রতি দু’টি ব্যবসা সফল ছবি উপহার দেওয়ার পাশাপাশি রণবীর কাপুরকে ছেড়ে রণবীর সিংয়ের মন মজিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। দুজনের জুটিও ছিল সকলের কাছে বেশ জনপ্রিয়।

দীপিকা ও রণবীর সিং জুটির তৃতীয় ছবি ‘পদ্মাবতী’র কাজ চলাকালীন সময়ে শোনা যাচ্ছে তাদের প্রেমের অধ্যায়ও শেষ হয়ে গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে  এই কথাটি মিথ্যে নয়। সত্যি সত্যিই নাকি তারা ৫ বছরের সম্পর্ক ঘুচিয়ে দিলেন। সম্পর্ক থেকে সরে গিয়ে রণবীর নাকি অন্য একজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে কার সঙ্গে রণবীর একান্ত সময় কাটাচ্ছেন এ বিষয়ে কোন তথ্য কারো জানা নেই।

যদিও শোনা যাচ্ছে, রণবীর নাকি অনেক দিন ধরেই ৩১ বছর বয়সী দীপিকাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন। এর মধ্যে হলিউডে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। এই রমরমা ক্যারিয়ারের মুহূর্তে কিছুতেই বিয়ে করতে রাজি নন এই নায়িকা। তাই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন রণবীর।

এ ব্যাপারে দীপিকার দাবি, বিয়ে করলে তা তার ক্যারিয়ারে প্রভাব ফেলবে। তাই এখনই বিয়ে নয়। এরপরই নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রণবীর। তবে শোনা যাচ্ছে, দীপিকা আর হলিউড তারকা ভিন ডিজেলের সম্পর্কের গুঞ্জনও নাকি দীপিকা আর রণবীরে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ।